價格:免費
更新日期:2019-04-19
檔案大小:4.5M
目前版本:2.0.1
版本需求:Android 4.1 以上版本
官方網站:mailto:markaz.international@gmail.com
শবে বরাত কিংবা লাইলাতুল বরাত মুসলিম উম্মাহ’র ঐতিহ্যবাহী পালনীয় অনুষ্ঠান। ধর্মপ্রাণ মুসলমানরা যুগযুগ ধরে এটিকে মহা পূণ্যের কাজ বলে জেনে আসছে।
কিছুকাল পূর্বেও এটা নিয়ে মতপার্থক্য লক্ষ্য করা যায়নি৷ অনলাইন অপলাইনে এত বাড়াবাড়িরও দেখা যায়নি। কাল পাল্টে। কালের বিবর্তনে মানুষের মন-মস্তিস্কেরও পরিবর্তন ঘটে। বর্তমান সময়ের মানুষ আগের যেকোন সময়ের চায়তে একটু বেশি সচেতন। অন্ধভাবে কোনকিছু বিশ্বাস করতে একেবারেই নারাজ।
আর সে সুযোগ নিয়ে কিছু স্বার্থান্বেষী মহল এ পূণ্যময় শবে বরাতকে নিয়ে অপপ্রচারে লিপ্ত। ইসলামবিদ্বেষী কুচক্রীমহলের ষড়যন্ত্রে ফেঁসে গেছে আলেম নামধারি অনেকেও। কোনধরনের গবেষণা বা অনুসন্ধান না-করেই এরা শবে বরাতকে নিয়ে লাগামহীনভাবে যা-তা বলে চলেছে। কখনো বলছে বেদাত; কখনো কুরআন-হাদিসে কোনো অস্তিত্ব নেই; কখনো আবার ঐ রাতকে মেনে নিলেও ঐ রাতের ইবাদতকে অস্বীকার করছে। যার কারণে নানান দ্বিধাদ্বন্দ্বে পতিত হচ্ছে সাধারণ ধর্মপ্রাণ মুসলমানরা। নানামুখী বক্তব্যের কারণে সিদ্ধান্তে পৌঁছোতে চরম বিভ্রান্তিতে পড়ছে তারা।
কিন্তু আসলেই কি তাই? ১৪০০ বছর ধরে মানুষ কি একটি কুরআন-হাদিস অসমর্থিত উদ্ভট-অস্তিত্বহীন কাজ করে এসেছে। যুগেযুগে হক্কানি-রব্বানি আলেমরা কি কোনো ভিত্তি ছাড়াই একটি কাজে সমর্থন দিয়েছেন? শবে বরাতের অস্তিত্ব কুরআন-হাদিসে আসলেই আছে কি-না? এ সকল প্রশ্নের উত্তর জানতে আপনাকে অবশ্যই এই এ্যাপটির শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পড়তে হবে। বারাকাল্লাহু ফি ইলমিনা!